Wednesday, August 27, 2025

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে নির্যাতন!

আরও পড়ুন

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক নারীর চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগে তিনি বলেছেন, তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রতিদিন ৩ ঘণ্টা জোরপূর্বক ব্যায়াম করাতেন, না করলে খাবার দিতেন না। কারণ স্বামীর ধারণা ছিল, তিনি সহজেই নোরা ফাতেহির মতো সুন্দরী স্ত্রী পেতে পারতেন।

২৬ বছর বয়সী শানু নামের এই নারী জানান, শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা, পণ দাবি ও অবশেষে জোর করে গর্ভপাত করানোর শিকার হয়েছেন তিনি। বর্তমানে তিনি বাবার বাড়িতে রয়েছেন এবং আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ৬ মার্চ শানুর বিয়ে হয় শিবম উজ্জ্বল নামের এক সরকারি বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে। এই আয়োজনেই কনের পরিবার ব্যয় করে প্রায় ৭৬ লাখ টাকা, যার মধ্যে ছিল ১৬ লাখ টাকার গহনা, ২৪ লাখ টাকার মাহিন্দ্রা স্করপিও গাড়ি ও নগদ ১০ লাখ টাকা।
কিন্তু বিয়ের পর থেকেই শানুর জীবনে নেমে আসে দুঃস্বপ্ন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত নির্যাতন শুরু করেন।

আরও পড়ুনঃ  আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

অভিযোগ অনুযায়ী, শিবম প্রায়ই বলতেন যে তিনি নোরা ফাতেহির মতো স্ত্রী পেতে পারতেন। এজন্য শানুকে প্রতিদিন ৩ ঘণ্টা ব্যায়াম করানো হতো। ব্যায়াম না করলে তাকে খাবার থেকে বঞ্চিত করা হতো।
শানুর ভাষায়, “আমার গড়পড়তা উচ্চতা ও ফর্সা গায়ের রঙ থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলা হতো। স্বামী সারাদিন ইউটিউব-ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও দেখতেন।”

শানুকে কখনও ঘরের দরজা বন্ধ করতে দেওয়া হয়নি। অভিযোগ আছে, তার শ্বশুর হঠাৎই ঘরে ঢুকে পড়তেন।

আরও পড়ুনঃ  ৫ বছরের সাজা এড়াতে ৪ বছরে ৩ সন্তানের জন্ম, অত:পত...

গর্ভধারণের খবর জানালে খুশি হওয়ার বদলে তাকে জোর করে গর্ভপাত করানো হয়। শাশুড়ি ও ননদ ওষুধ এনে খেতে বাধ্য করেন। অভিযোগ অনুযায়ী, তাকে দইয়ে মশলা মিশিয়ে খাওয়ানো হয়েছিল। কয়েকদিন পর রক্তক্ষরণ শুরু হয় এবং হাসপাতালে ভর্তি হলে জানা যায়, গর্ভপাত হয়ে গেছে।

গত ১৮ জুন অসুস্থ অবস্থায় বাবা-মা তাকে উদ্ধার করেন। এরপর শ্বশুরবাড়ির পক্ষ থেকে হুমকি, গালিগালাজ এবং তালাকের ভয় দেখানো হয়। ২৬ জুলাই তিনি আবার শ্বশুরবাড়ি গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার গহনা-জামাকাপড় ফেরতও দেওয়া হয়নি। অবশেষে ১৪ আগস্ট শানু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতন, গর্ভপাত ঘটানো, পণ দাবি, তালাকের হুমকি ও ব্ল্যাকমেলের বিষয়গুলো উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ