মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য রফিকুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও দুটি বুলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ভোররাতে মাগুরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম আমতৈল গ্রামে শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে মাগুরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম আমতৈল গ্রামে শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয় এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে সকালে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন এবং তার সঙ্গে আর কারা জড়িত আছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেসব খতিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হরকাতুল জিহাদ বহু বছর আগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হলেও গোপনে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে।তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে থানায় মামলা দায়েরের পর রফিকুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।