রাজশাহীতে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার প্রতিশোধ নিতে এক ছাত্রী শিক্ষককে ছুরি মেরেছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক মারুফ কারখী (৩৪) ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (বাংলা)। তার গলা ও হাতে জখম হয়, তিনটি সেলাই দিতে হয়েছে।
অভিযুক্ত ছাত্রীর বয়স আনুমানিক ১৬ বছর। ২০২৩ সালে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ তাকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে টিসি দেয়া হয়। বর্তমানে সে রাজশাহীর শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের দশম শ্রেণিতে পড়ে।
আপনার মতামত লিখুনঃ