Wednesday, August 27, 2025

নির্বাচনে জয়লাভ করতে আ.লীগের ভোটারদেরও দলে টানতে হবে : কাজী কামাল

আরও পড়ুন

বিএনপি নেতা ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বলেছেন, মাগুরায় বিএনপি আমার নিজের হাতে গড়া সন্তানের মতো। এখানে কোনো গ্রুপিং চাই না। বিএনপিকে শক্তিশালী করতে অন্যান্য দলের লোকজনকেও দলে টানতে হবে। দলে লোক বৃদ্ধি করতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওয়ান-ইলেভেনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারামুক্তি উপলক্ষ্যে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

কাজী কামাল বলেন, অনেকে বলেন, আওয়ামী লীগের লোকজন দলে নেওয়া যাবে না। কিন্তু আগামী জাতীয় নির্বাচনে তারা তো ভোট দেবে। যদি আমাদের বিপক্ষে ভোট দেয়, তাহলে জয়লাভ কঠিন হবে। তাই আওয়ামী লীগের ভোটারদেরও আমাদের দলে টানতে হবে, সমর্থক বাড়াতে হবে।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ ছাড়া জেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ অনেকেই বক্তব্য দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ