Tuesday, August 26, 2025

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচন করবেন এমন গুঞ্জন উঠেছে। এ বিষয়ে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান।

শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান আজিজুর রহমান।

উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ভোটের মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। এতে ৪৫৩ জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজিজুর রহমান।

এক প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, বিএনপির সঙ্গে আমি নব্বই সাল থেকে রাজনীতি করছি। ১৯৯১-এর নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দিই। বিগত ১৫ বছর ৬ মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন- এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাহফুজ নির্বাচন করবে কি না পারিবারিকভাবে আলোচনা হয়নি। এ বিষয়ে আমি অবগত নই। আসলে সময়ের পরিক্রমা বলবে কী করব- সেটা একটি জটিল কথা।

আরও পড়ুনঃ  নির্বাচনে জয়লাভ করতে আ.লীগের ভোটারদেরও দলে টানতে হবে : কাজী কামাল

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর ২৮ আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মো. মাহফুজ আলমকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ