Wednesday, August 27, 2025

যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বাংলাদেশ সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে তার বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ পাঁচটি দেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ আগস্ট দুই দিনের সফরে জর্জিয়া মেলোনির ঢাকায় আসার কথা ছিল। চলতি মাসের ৩০ তারিখ থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলোনির বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ পাঁচটি দেশ সফরের কথা ছিল। কিন্তু ইউক্রেন পরিস্থিতির কারণে তার পুরো সফর আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সফররত দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের জন্য এসে পরিবারের ২৪ জনের জানাজা পড়লেন প্রবাসী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে জানান, দুপুরে ঢাকা ইতালি দূতাবাস বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। শুধু বাংলাদেশ নয় এশিয়ার সবগুলো দেশ সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফরও স্থগিত করা হয়েছে। ইউরোপ অঞ্চলের ভূরাজনীতির বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকাকে জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হওয়ার কথা ছিল। যা বিশেষ গুরুত্ব বহন করছিল। মেলোনির এই সফরে অভিবাসন ইস্যুটি আলোচনার মূল বিষয় হওয়ার কথা ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ